গড়াপেটার সঙ্গে জডি়ত থাকার অভিযোগে ধৃত ৩ দঃ আফ্রিকার ক্রিকেটার
3 South African cricketers arrested for alleged involvement in match-fixing

Truth Of Bengal: গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ আফ্রিকার তিন প্রাক্তন ক্রিকেটার। এঁরা হলেন, লনওয়াবো সতসবে, থামি সোলেকিল এবং এলিএমবালাতি। সূত্রের খবর, এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দূর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, ২০১৫-১৬ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচে গড়াপেটার অভিযোগে সাত ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সিএমসি। গ্রেফতার হওয়া এই তিন ক্রিকেটার ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। বিশেষ সূত্রের খবর, ম্যাচ গড়াপেটার জন্য এই তিনজন নাকি টাকা দিয়েছেন বলেও অভিযোগ আছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্রেফতার হওয়া এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে পাঁচটা ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং অভিযুক্ত এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে ইতিমধ্যেই নাকি তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশের তদন্তকারী একটি দল। উল্লেখ্য, ২০০০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রয়াত ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের নাম জড়িয়েছিল। তার পরই ম্যাচ গড়াপেটা রুখতে একটি আইন প্রচলন করা হয়। আর সেই আইন প্রচলনের পর এঁরা তিনজনই হলেন ওই মামলায় প্রথম অভিযুক্ত।
এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ডিপিসিআইয়ের প্রধান লেফটন্যান্ট গড্রফে বলেন, এইরকম দুর্নীতি খেলাধুলোর পরিবেশকে ক্ষুন্ন করে। ক্রীড়াক্ষেত্রের সমস্ত বিভাগে আমরা স্বচ্ছতা ও পেশাদারিত্বের মূল্যবোধ আনতে বধ্যপরিকর। আমাদের তরফ থেকে আমরা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানাই তদন্তে সহযোগিতা করার জন্য।