১৩ বছরের বৈভবের নাম এবার আইপিএলের নিলাম তালিকায়
13-year-old Vaibhav's name is now on the IPL auction list

Truth Of Bengal: বয়স মাত্র ১৩ বছর, ২৩৪ দিন। নাম বৈভব সূর্যবংশী। এই বয়সেই ক্রিকেট ব্যাট হাতে দূরন্ত ছন্দে দাপিয়ে বিহারের ছোট্ট ক্রিকেটারটি।
গত মাসে অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল বৈভব। অজিদের বিপক্ষে তাঁদের ঘরের মাঠেই একটি ম্যাচে ব্যাট হাতে মাত্র ৫৮ বলে শতরান পূর্ণ করেছিল সে। বৈভবের এই সেঞ্চুরি বিশ্ব যুব টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়েসের ক্রিকেটার হিসেবে প্রথম এই নজির এখনও অবধি বৈভবের দখলে শোভা পাচ্ছে।
সেই বৈভবের নাম এবার স্থান পেয়েছে আসন্ন আইপিএল-র নিলামে। যা এক অনন্য নজিরই বলা যেতে পারে। এর আগে বৈভব বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিলেও সেখানে খুব একটা দাগ কাটতে পারেনি। বিহারের হয়ে বৈভবের রঞ্জিতে অভিষেক হয়েছিল মাত্র ১২ বছর বয়সে।
Great news for cricket fans!
Young sensation Vaibhav Suryavanshi, just 13, from Samastipur, Bihar, has made it to the Indian Under-19 cricket team. He’ll be showcasing his batting skills against Australia in a crucial series.
He made history as one of the youngest players… pic.twitter.com/L9a5BRiNIe
— Bihar Foundation (@biharfoundation) September 2, 2024
প্রথম শ্রেণির ক্রিকেটে এত কম বয়সে অভিষেক হলেও তেমন নজর কাড়তে পারেনি মাত্র ৫ ম্যাচ খেলা বৈভব। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ মাত্র ১০০ রান। সর্বোচ্চ রানস ৪১। শুধু রঞ্জি ট্রফিতেই নয়, বিহারের হয়ে, ইতিমধ্যেই বৈভবের অভিষেক হয়েছে কোচবিহার ট্রফি, হেমান ট্রফিতেও।
ছোট্ট কিশোর বৈভবের ক্রিকেটার হিসেবে উত্থান হয়েছিল বিহারের আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট হেমান ট্রফি থেকে। সেই টুর্নামেন্টে বৈভবের ব্যাট থেকে এসেছিল ৮টি ম্যাচে ৮০০ রান। যা দেখে টনক নড়েছিল অনেক ক্রিকেট বিশেষজ্ঞরই। এছাড়া ভিনু মানকর ট্রফিতে পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে পাঁচ ম্যাচে ৫০০ রান। এছাড়া বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রনধীর বার্মা সীমিতওভারের ক্রিকেট টুর্নামেন্টে বৈভব করেছিলেন ঝাঁ চকচকে ট্রিপল সেঞ্চুরি।
এদিকে আইপিএল-র নিলাম আগামী ২৪-২৫ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হবে। সেই নিলামে বিহারের বছর ১৩-র এই ক্রিকেটারকে এখন কোন ফ্র্যাঞ্চাইজি দলে নেয় তা সময় বলবে। তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন যে, বৈভবকে হয়তো কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিলেও প্রথম একাদশে হয়তো খুব বেশি সুযোগ দেবে না। হয়তো ওঁকে ভবিষ্যতের জন্য তৈরি করে পরবর্তীতে তারকা বানানো হবে। এখন দেখা যাক বৈভবকে শেষ পর্যন্ত দলে নেওয়ার জন্য আইপিএল-র কোন ফ্র্যাঞ্চাইজি দল এগিয়ে আসে।