অস্ট্রেলিয়ায় ধরাশায়ী হওয়ার ধাক্কায় টেস্ট তালিকায় শীর্ষস্থান হারাল ভারত
India lost the top spot in the Test rankings after being caught in Australia

Truth Of Bengal : পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিত শর্মার ভারতকে। তার ফলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে ছিটকে গিয়েছে মেন-ইন-ব্লুজরা। শুধু তাই নয়, এই হারের ফলেই আইসিসির প্রকাশিত টেস্টের ক্রমতালিকাতেও পিছিয়ে পড়ল ভারত। এক নম্বর স্থান থেকে এবার গৌতির দল তালিকার তিন নম্বর স্থানে নেমে গিয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর এই প্রথম অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খোয়াতে হল ভারতকে। ফলে হাতছাড়া হল বর্ডার-গাভাসকর ট্রফিও। শুধু এটাই নয়, পাশাপাশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রকাশিত টেস্ট তালিকা থেকেও অধঃপতন হল ভারতের। অপর দিকে সিরিজ জিতে রোহিতদের তালিকা থেকে নীচে নামিয়ে শীর্ষে উঠে এলেন কামিন্স-ট্রাভিস হেডরা।
বর্তমানে বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট হল ১২৬। অন্য দিকে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ১১২। তৃতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ১০৯।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সংগ্রহ ১০৬। ইংল্যান্ডের পরই রয়েছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ ৯৬। কিউয়িদের পর রয়েছে এই উপমহাদেশের আর একটি দেশ শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৮৭। দক্ষিণ আফ্রিকার সিরিজ হেরে তালিকায় অধঃপতন হয়েছে পাকিস্তানেরও। তারা নেমে গিয়েছে সপ্তম স্থানে। তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। এরপর তালিকার অষ্টম স্থানে রয়েছেন ক্যারিবিয়ানরা। তাদের পরই নবম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে আশ্চর্যের বিষয় হল আয়ারল্যান্ড, জিম্বাবোয়ের থেকে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। তারা রয়েছে ১২ নম্বর স্থানে।