রাজনীতি

‘বাংলায় হিন্দুদের এ কী হাল হয়েছে’ প্রশ্ন মোদির, মেরুকরণের চেষ্টা বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের

'What happened to Hindus in Bengal' asked Modi, Trinamool countered by saying it was an attempt to polarize.

The Truth Of Bengal : ভোটের প্রচারে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনটি সভা করার জন্য রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন সকালে প্রথম সভা করেন বর্ধমানে। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করলেন। বর্ধমানের সভা থেকে সরাসরি মোদির অভিযোগ, তৃণমূলের শাসনে বাংলায় হিন্দুরা দ্বিতীয় সারির নাগরিক হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রকাশ্যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়। মোদির প্রশ্ন, বাংলায় হিন্দুদের এ কী হাল হয়েছে!

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে করলেন সভা। বর্ধমান-দুর্গাপুরে এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর সমর্থনে সভা করার পাশাপাশি অসীম সরকারের হয়েও প্রচার করছেন তিনি। এদিন মোদি নিজের বক্তব্যে বলেন, ‘মোদির একটাই স্বপ্ন, আপনাদের স্বপ্ন পূরণ করা। আমি মজা করার জন্য জন্মাইনি। আমি নিজের জন্য বাঁচতে চাই না। আমি আপনাদের সকলের পায়ের ধুলো মাথায় নিয়ে আপনাদের সেবার সংকল্প নিয়েছি। এই মহান ভারত মাতার ১৪০ কোটি দেশবাসীর সেবার জন্য ব্রতী হয়েছি। আমার জন্য আপনারাই আমার পরিবার। আমার ভারত, আমার পরিবার।‘

এদিন সভা থেকে একযোগে তিনি নিশানা করেন তৃণমূল, কংগ্রেস ও বামেদের। তবে মোদির বক্তব্যে লক্ষ্যণীয় ভাবে দেখা যায়, তিনি  ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেন। রাজনৈতিক মহলের বক্তব্য, বাংলায় ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে আসন বাড়াতে চাইছে বিজেপি। এদিন মোদির কথায় সেই ছবি ফুটে উঠল। এমনই মত রাজ্যের শাসক দলের।

Related Articles