‘গরিবের টাকা আটকে রাখা উচিত নয়’ – বৈঠক শেষে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী
What did the Chief Minister say at the end of the meeting?

The Truth Of Bengal : প্রায় ৭মাসেরও বেশি সময় ধরে বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। একশদিনের কাজের ৭হাজার কোটি টাকা সহ মোট ১লক্ষ ১৬হাজার কোটি টাকা পায় রাজ্য সরকার। দীর্ঘ টালবাহানায় আসলে রাজ্যের শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হন। কাজ করেও মজুরি না মেলায় জমে ক্ষোভ। জবকার্ড হোল্ডারদের নিয়ে দিল্লিতে ও রাজভবনে গণঅবস্থানের পর দীর্ঘসূত্রিতায় দাঁড়ি টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রাজি হন।
সেইমতো বুধবার দিল্লিতে হল হাইপ্রোফাইল বৈঠক।বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য ১১জন সাংসদ। প্রধানমন্ত্রী প্রথমেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের কথা জানতে চান।পা কেমন আছে বলে খোঁজ নেন। মোট ২০মিনিট বৈঠক হয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রীয় রীতি মেনে কেন্দ্র-রাজ্যের অফিসাররা বিবেচনা করেই সবকিছু সিদ্ধান্ত নেবেন। সৌহার্দ্রপূর্ণ আবহে,বাংলার ন্যায্য অর্থ মেটানোর কথা কেন্দ্রের কাছে আরও একবার তিনি যে তুলে ধরতে পেরেছেন তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক প্রধান দিল্লিতে দাঁড়িয়ে আরও অভিযোগ করেন। শুধু একদিনের কাজের টাকাই নয়, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের অর্থও এখনও মেলেনি। যা তথ্য চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। গরিবের টাকা আটকে রাখা উচিত নয়।
FREE ACCESS