রাজনীতিরাজ্যের খবর

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে নিয়ে বড় বয়ান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং

Union Minister RK Singh made a big statement about former Prime Minister Manmohan Singh

The Truth of Bengal : সামনেই লোকসভা নির্বাচন আর তারই মাঝে বর্তমান কেন্দ্রীয় শক্তি মন্ত্রী এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে স্বরাষ্ট্র সচিব আর কে সিং বড় বয়ান দিলেন, তিনি জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সিদ্ধান্ত বদলে দিত।
তিনি এ বিষয়ে আরো জানান, দুর্যোগ মোকাবিলা করার জন্য তারা একটা খসড়া বানান। এতে তারা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এর জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তৈরি করেছিল এবং এর সাথে নেওয়া হয়েছিল যে এর প্রধান হবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীরা এর সদস্যও হবেন। সেই সময় সোনিয়া গান্ধী একটি চিঠি লিখে জানান যে এটা যেন না হয়। এর সদস্য হতে হবে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ব্যক্তি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল সোনিয়া গান্ধীর চিঠি আর কে সিং কে দেখালে তিনি জানান এটা সঠিক নয়। শিবরাজ পাটিল তখন তার যুক্তিতে রাজি হয়েছিলেন কিন্তু কুড়ি পঁচিশ দিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে শুধুমাত্র সোনিয়া গান্ধীকে সম্বোধন করা একটি চিঠি এসেছিল। চিঠিতে স্বাক্ষর ছিল শুধুমাত্র মনমোহন সিংয়ের।
আর কে সিং বলেন মনমোহন সিং একজন ভালো মানুষ কিন্তু তিনি স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেন না।

Related Articles