রাজনীতি
মণিপুরের ৬কেন্দ্রে মঙ্গলবার ভোট , জঙ্গিহানার আশঙ্কায় নিশ্চিদ্র নিরাপত্তা
Tuesday election at manipur

The Truth of Bengal : নির্বাচন সাঙ্গ হতেই নতুন করে হিংসা ছড়ায় মণিপুরে। শুক্রবার গভীর রাতে বিষ্ণুপুরের নারানসেনায় জঙ্গি হামলায় প্রাণ যায় দুই সিআরপিএফ জওয়ানের। হিংসার আবহেই ফের মণিপুরের কয়েক জায়গায় ভোট হচ্ছে। মঙ্গলবার আউটার মণিপুরের ৬টি বুথে ভোটগ্রহণ করা হবে। উল্লেখ্য মণিপুরে ২টি আসন রয়েছে। ২টি আসনের মধ্যে ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় ইনার মণিপুরে ।তারপর আউটার মণিপুরের কিছু জায়গায় ভোট হয়। সব কেন্দ্রের মধ্যেই ৬’টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রদীপ কুমার ঝা আশ্বস্ত করেছেন,নির্ভয়ে ভোট দেওয়ার জন্য।সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি।