রাজনীতি

বকেয়া দাবিতে ফের পথে তৃণমূল, প্রতিবাদ কর্মসূচিতে দলের প্রথম সারির নেতৃত্ব

Tmc Rally

The Truth of Bengal: ১০০ দিনের বকেয়া মেটানোর দাবিতে বাংলাজুড়ে মিছিল। তৃণমূল কংগ্রেসের ডাকে শহরে মিছিল। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল।

এই মিছিলে হাঁটবেন মেয়র ফিরহাদ হাকিম,মালা রায়। পদযাত্রায় অংশ নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য,শশী পাঁজা রাজ্যের একধিক মন্ত্রী। কলকাতার মতোই রাজ্যের বিভিন্ন জেলাতেও হবে মিছিল, পা মেলাবেন প্রথম সারির নেতৃত্ব।

গত শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়ার মেটানোর জন্য হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রকে, ৭দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। তার আগেই রাজ্যজুরে মিছিলের ডাক তৃণমূল পক্ষ থেকে।

Related Articles