রাজনীতিরাজ্যের খবর

ভাঙড়ে নয়টি পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল

Trinamool Congress formed nine panchayat boards in Bhangar

The Truth of Bengal: ৮জুলাই ৩ স্তরের পঞ্চায়েত ভোট।ফল বেরোয় ১১জুলাই।আর বোর্ড গঠন হল ৯অগাস্ট।পঞ্চায়েত ভোটের সময় আইনশৃঙ্খলার বিষয়টি নজর রাখে রাজ্য নির্বাচন কমিশন।সেসময় কিছু বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছিল। আর বোর্ড গঠনের সময় রাজ্য প্রশাসন অশান্তির যাতে লেশ মাত্র না থাকে সেজন্য কড়া নজর রাখা হয়।  ভোটের সময় তপ্ত হয়ে ওঠা ভাঙড়ে আর যাতে কোনও সমস্যা না হয় সেজন্য আগেভাগেই প্রশাসন কোমরবেঁধে নামে।

ভাঙড় ২ নম্বর ব্লকে জারি হয় ১৪৪ধারা। বুধবার সকাল ৬টা থেকে ১৩অগাস্ট রাত ১২টা পর্যন্ত কাশীপুর থানা এলাকায় জারি হয় ১৪৪ধারা। পুলিশি টহলদারি আর নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতার জেরে নির্বিঘ্নে সম্পন্ন হয় পঞ্চায়েতের বোর্ড গঠন। পোলেরহাট ১ ও ২, ভোগালি ১ ও ২, চালতাবেড়িয়া, ভগবানপুর পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি হয়। ভাঙড়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে যাতে না ছড়ায় সেজন্য পুলিশ-প্রশাসন সতর্ক ছিল।বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা,শান্তি রক্ষায় সবধরণের ব্যবস্থার কথা তুলে ধরেন।

শাসকদল তৃণমূল কংগ্রেসও শান্তিপূর্ণ বোর্ড গঠন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।কোনওরকম জমায়েত তারা করেনি। শাসকদল সংযমের সেই ট্রাডিশন বজায় রাখায় ভাঙড়বাসী খুশি। পুলিশ-প্রশাসন বোর্ড গঠনের দিনে কড়া নজর রাখে।পুলিশ কর্তারা ছিলেন ঘটনাস্থলে।বোর্ডগঠনের পুরো প্রক্রিয়ায় পুশিস যেভাবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে তাতে বিরোধীদের বলার কিছু নেই বলে অনেকের দাবি।

Related Articles