রাজনীতি

অনুরাগকে তোপ তৃণমূলনেতৃত্বের 

Trinamool Congress Slams Anurag Thakur 

 The Turth of Bengal: প্রায় তিন মাস ধরে অশান্ত রয়েছে মণিপুর। আইনশৃঙ্খলা প্রায় লাটে উঠেছে। তার আঁচ গিয়ে পড়েছে খাস রাজধানীতে। বাদল অধিবেশন শুরুর পর থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবারই মণিপুরের উদ্দেশে রওনা দিয়েছে ইন্ডিয়া জোটের ২০ জন সাংসদ। রয়েছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, তৃণমূলের সুস্মিতা দেব। এদিকে, একই দিনে কলকাতায় একাধিক কর্মসূচি নিয়ে এসেছেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। বিমানবন্দরে নেমেই তিনি তোপ দাগেন তৃণমূলকংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে।

অনুরাগের দাবিকে কার্যত গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল নেতৃত্বের একাংশ অন্তত কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বক্তব্যেই তা স্পষ্ট। অনুরাগের দাবিকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, এখন বাংলাকে টার্গেট করা হচ্ছে, তাই এই সব কথা বলছে।অনুরাগের বক্তব্যকে যদিও লঘু করে দেখেননি তৃণমূলের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, মণিপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে না কেন?তৃণমূলনেতৃত্বের দাবি, ইন্ডিয়াজোট তৈরি হওয়ার পর বিজেপি শিবিরে ভয়ের সঞ্চার হয়েছে। তাই অপপ্রচার চালিয়ে বাজার গরম করতে চাইছে। কারণ বিজেপিনেতৃত্ব আন্দাজ পেয়েছে, ২০২৪ সালে সময় ঘনিয়ে এসেছে। তাই একমাত্র হাতিয়ার মিথ্যাচার।

 

Related Articles