রাজ্যের টাকা দেওয়ার দাবি, বঞ্চিতদের পাশে মুখ্যমন্ত্রী
Chief Minister Mamata Banerjee in Assembly

The Truth of Bengal: একশদিনের কাজের ৭হাজার কোটি টাকা আটকে রাখার জন্য .বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করেন।বিরোধীদের বিধঁতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়,বলেন, ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়, তখন আপনাদের মন কাঁদে না! দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন তাঁরা। নাম না করে বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। এরপরই বিধানসভার বাইরে বাংলার টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থানে সামিল হন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের মতোই বুধবারও তৃণমূল কংগ্রেসের বিধায়করা অবস্থানে সামিল হন। ৩দিনের এই ধর্না কর্মসূচি চলছে। প্রতিদিনই ৩ টে থেকে শুরু হয় এই ধর্না কর্মসূচি চলে বিকেল ৫ টা পর্যন্ত। ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের ভাষা প্রকট রূপে তুলে ধরতে মুখ্যমন্ত্রী এই প্রতীকি অবস্থানে যোগ দেন বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন। বিধায়কদের কেন্দ্র বিরোধী স্বরে মমতাই বাড়তি সুর যোগ করেন বলা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, বাংলার টাকা আটকে রেখে বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপি। বিজেপি বরাবরই সাফাই দিচ্ছে, রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়নি বলে টাকা মেটানো হচ্ছে না। আন্দোলনকারীদের দাবি, সমস্ত হিসেবে দেওয়া হয়েছে কেন্দ্রকে । তারপরও অন্যায়ভাবে বিজেপি সরকার টাকা আটকে রেখেছে। আর সেই মিথ্যা তত্ত্ব মানুষের সামনে তুলে ধরছে লাগাতার আন্দোলনে সামিল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ স্বরূপ ধর্না কর্মসূচি পালন করছে তৃণমূল। তৃণমূলের তরফে বুধবার পালন করা হয় কালা দিবস। বিধানসভায় তৃণমূলের সব বিধায়ক কালো পোশাক পরে আস ন। তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। তাই আসল সত্য তুলে ধরতে গণঅবস্থান চলবে।
এর মধ্যে চাপ বাড়াতে শাহের সভার আগে ৫১হাজার চিঠি পাঠায় যুব তৃণমূল কংগ্রেসও তৃণমূল ছাত্র পরিষদ। তবুও সেই গণদাবিতে কেন্দ্র সাড়া না দেওয়ায় তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জবকার্ড হো্ল্ডার বঞ্চিত মানুষদের অর্থ সাহায্য করেছেন তা দলীয় স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান,দলের সাংসদেরা প্রত্যেকে নিজেদের বেতন থেকে ১লক্ষ টাকা দিয়েছেন। দিল্লিতে যে তিন হাজার মানুষ অভিষেকের সঙ্গে গিয়েছিলেন, তাঁদের বকেয়া সেই টাকা দিয়ে মেটানো হচ্ছে। বঞ্চনা ইস্যুতে বাংলাজুড়ে স্বর চড়ানোর মাঝেই তৃণমূল কংগ্রেস প্রতিবাদের রূপরেখাও চূড়ান্ত করছে। শক্তিশালী করা হচ্ছে সংগঠনের শিকড়। জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠনের দিকে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাত সদস্যের কোর কমিটি গঠন করলেন তিনি। ৩৩টি বিধানসভায় কোথায় কী সমস্যা আছে, তা খতিয়ে দেখবে এই কমিটি।
Free Access