
The Truth of Bengal: গোবলয়ের তিন রাজ্যে বড় জয় পেয়েছে বিজেপি। অথচ ভোটের আগে বেশ চাপে ছিল গেরুয়া শিবির। কোনও নেতাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে লড়েনি বিজেপি। জয়ের পর এখনও তিন রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। দাবিদার আছেন অনেক। তবে শেষপর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা দেখতে সবাই এখন সেদিকে তাকিয়ে। তবে আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়ে বিজেপি অন্য পথে হাঁটতে পারে। তা গুঞ্জন চলছে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে নতুন মুখ চাইছে বিজেপি।
তিন রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক করতে এখন জোর আলোচনা চালাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে প্রায় সাড়ে চার ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে মোদি ছাড়াও ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ওই বৈঠকে ঠিক হয়ে গিয়েছে তিন রাজ্যে কে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এবার আনুষ্ঠানিক ঘোষণা হতে বাকি। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের পাশাপাশি লড়াইয়ে আছেন প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমার।
রাজস্থানে বসুন্ধরা রাজে, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, দলের রাজ্য সভাপতি সিপি যোশী, দিয়া কুমারী ছাড়াও আরও কয়েকটি নাম ঘোরাফেরা করছে। ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের পাশাপাশি দলের রাজ্য সভাপতি অরুণকুমার সাউ, প্রাক্তন আইএএস আধিকারিক ওপি চৌধুরির মতো অনেক নাম সামনে আসছে। শেষপর্যন্ত তিনরাজ্যে মুখ্যমন্ত্রী পদে কাকে বসানো হবে সেই সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব।