কলকাতারাজনীতিরাজ্যের খবর

পাহাড়-সমতল এক হবে ধর্মতলায়! ২১-এর আবেগ নদীপথেও

21st july

The Truth of Bengal: শুক্রবার একুশের সমাবেশ। সভায় যোগ দিতে গোটা রাজ্য থেকে শহরে আসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দূরের জেলা থেকে প্রায় সবাই এসে গিয়েছেন শহরে। তাঁরা আছেন কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়। প্রস্তুতি চূড়ান্ত। এখন শাসক দলের কর্মী-সমর্থকরা তাকিয়ে শুক্রবারের দিকে। সভা থেকে কোন দিশা দেবেন দলনেত্রী–  তা শোনার অপেক্ষায় আছেন তাঁরা। বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকেই দূরের জেলাগুলি থেকে শহরে আসার ভিড় লক্ষ্য করা গিয়েছে হাওড়া ও শিয়ালদা স্টেশনে। কাঞ্চনকন্যা, হলদিবাড়ি, সরাইঘাটের মতো দূরপাল্লার এক্সপ্রেসে চেপে আসেন সেই কর্মী সমর্থকরা। শহরের একাধিক জায়গায় অস্থায়ী ক্যাম্পে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, সুসজ্জিত নৌকায় জলপথে অনেকটা পথ পার করে কলকাতার পথে সুন্দরবনের তৃণমূল সমর্থকরা। ছোট কলাগাছি, বেদনি, রায়মঙ্গল, কালিন্দ, গৌড়েশ্বর, সাহেবখালি সহ একাধিক নদীপথে দেখা গেল কর্মীদের ভিড়। তৃণমূল কর্মী-সমর্থকরা নৌকায় উঠে মিছিল করে পৌঁছন ধামাখালিতে। তারপর সেখান থেকে বাসে করে সোজা ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। একুশে জুলাই যে আবেগ- উচ্ছ্বাস আছে তৃণমূল সমর্থকদের মধ্যে তারই প্রতিচ্ছবি দেখা গেল নদীপথে। শুক্রবার পাহাড় ও সমতলের ভিড় আছড়ে পড়বে ধর্মতলায়। মিশে যাবে দার্জিলিং ও সুন্দরবন।

সমাবেশে যোগ দিতে যে ভাবে আসছেন কর্মী-সমর্থকরা, তাতে তৃণমূল নেতৃত্ব মনে করছে এবারের সমাবেশ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। সদ্য পঞ্চায়েত ভোট মিটেছে। গোটা রাজ্যে আবারও অভাবনীয় ফল করেছে তৃণমূল। তৃণমূল প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছে। পঞ্চায়েতের সাফল্য এবারের সমাবেশকে বাড়তি মাত্রা দেবে বলে অনেকের মত। তার ওপরে বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক সফল হয়েছে। এমন অবস্থায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক মহল।

Related Articles