
The Truth of Bengal: সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে একদিকে কেন্দ্রীয় বঞ্চনা অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি অপব্যবহার এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস। রাজ্যের পাওনা আদায়ের দাবিতে ধর্ণায় বসে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কৃষি ভবন থেকে এ রাজ্যের রাজভবন প্রতিবাদে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বাংলা থেকে কর নিচ্ছে কেন্দ্রে সরকার তারপরও দুর্নীতির দোসর দেখিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছে।
মন্তব্য সুব্রত বক্সির. রাজনৈতিক লড়াইয়ে পেড়ে না উঠে প্রতিহিংসার রাজনীতি করছে মোদি সরকার। তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে ম্যালাইন করার চেষ্টা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে। দাবি সুব্রত বক্সির। টেনে আনেন জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় কে অপদস্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির মত তৃণমূলের রাজ্য সভাপতির।রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রীত্ব সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আজ জেলবন্দী। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে গত এক বছরেরও বেশি সময় মাত্র চারটি চারসিট পেশ করা হয়েছে।
সেই চারশিটের বিষয়ে আদালতের তরফ থেকেও কিছু স্পষ্ট করা হয়নি। সেই মামলার ট্রায়াল আজও শুরু হয়নি। সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হেফাজতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও বিজেপির বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। আগামী ৬ তারিখ জ্যোতিপ্রিয় ইডি হেফাজতের মেয়াদ শেষ হলে আদালতে সত্য সামনে আসবে এমনটাই মত রাজনৈতিক মহলে। তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের নেতৃত্বদের দুর্নীতি অভিযোগে জেলে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার বলে দাবি সুব্রত বক্সীর।
free Access