রাজনীতি
Trending

পশ্চিমবঙ্গ দিবস কোন দিন পালিত হবে? সিদ্ধান্ত নিতে সর্বদল বৈঠকে অংশ নেওয়ার আহ্বান

West Bengal Day

The Truth of Bengal: অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গ দিবস এবার থেকে পালন করা হবে। যদিও, তিনি কোনও বিশেষ দিনকে উল্লেখ করেননি। স্রেফ বার্তা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক, কিন্তু সেটি কোন দিন হবে, তা সর্বদল বৈঠকের মাধ্যমে আলোচনা হবে। সূত্রের খবর, সরকারি স্তরে কোনও কিছু ঠিক না হলেও, তৃণমূলের একাধিক বিধায়ক আলোচনার জন্য প্রস্তাব রেখেছিলেন, পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মান্যতা দেওয়া যেতে পারে।

এদিকে বিজেপির তরফে দাবি করা হয়, ২০জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হোক। কারণ, অনেক আগে থেকেই এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে মেনে আসা হচ্ছে। এখানেই তৃণমূলের তরফে আপত্তি তোলা হয়েছে, ২০ জুন কেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বাছা হচ্ছে কোনও ঐতিহাসিক মূল্য ও ভিত্তি নেই। বিষয়টি নিয়ে না কেন্দ্রের তরফে, না রাজ্যপাল কোনও বিশেষ ব্যাখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যপাল ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন। এতেই তীব্র আপত্তি তোলা হয়, তৃণমূলের তরফে।

রাজ্য বিজেপি নেতৃত্ব যেভাবে একরতফা, একরোখা সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, যা সিদ্ধান্ত হওয়ার সর্বদলীয় বৈঠকে গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক হোক। এবং এমন একটি দিন ধার্য করা হোক, যার যুক্তিগত ভিত্তি রয়েছে। সেদিক থেকে বিচার করলে, বাংলার নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখই অনেক বেশি যুক্তিগ্রাহ্য। সুতরাং পশ্চিমবঙ্গ দিবস হিসেব দিন ঠিক করার জন্য, রাজ্যের তরফে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সর্বদল বৈঠকে অংশ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।