রাজনীতি

মহিলাদের আর্থিক মাঠকাঠি অনুসারে দেওয়া হয় অনুদান: শশী পাঁজা

Sashi Panja on Lakshmir Bhandar

The Truth of Bengal: বাংলার মহিলাদের আর্থিক মাপকাঠি অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে।ধর্মীয় বিচার করে কাউকে লক্ষ্ণীর ভাণ্ডার দেওয়া হয় না। ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের প্রশ্নের উত্তরে বিধানসভায় একথা জানান নারী-শিশুকল্যাও শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা।শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবির প্রশ্ন তোলেন,তফসিলী জাতি-উপজাতিদের মতো মুসলীম মহিলাদের হাজার টাকা দেওয়া হবে কি ? তারই জবাবে মন্ত্রী বলেন,  রাজ্য সরকার রাজনীতির উর্ধ্বে উঠে সবশ্রেণির মহিলাকেই এই জনমুখী প্রকল্পের অধীনে এনেছে।

ঘর থেকে বাইরে, দুহাত দিয়ে সংসার সামলান মহিলারা। পরিবারের বাজেট থেকে ব্যয়ভার সবই মাথায় রাখতে হয় তাঁদের।তাই দশভূজাদের দুহাত যাতে অর্থে ভরে থাকে সেজন্য বাংলার সরকার নানা প্রকল্প রূপায়ণ করেছে।তাতে অনেকে সাবলম্বী হয়েছেন।এরপরও গৃহলক্ষ্ণীদের লক্ষ্ণীলাভ বাড়াতে ও নগদ নির্ভর বাজারকে চাঙ্গা করতে উদ্যোগী হয় প্রশাসন। একুশে চালু করা হয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত  লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প।

শুক্রবার বিধানসভার অধিবেশনে ডেবরার বিধায়ক হুমায়ুন প্রশ্নোত্তর পর্বে জানতে চান, তফসিলি জাতি এবং উপজাতি মহিলাদের মতো মুসলমান মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা দেওয়া হবে কি?প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্রতীচী ট্রাস্টের একটি রিপোর্ট তুলে ধরে হুমায়ুন বলেন,  আমরা যখন পঞ্চায়েতের ভোট প্রচারে গিয়েছিলাম, তখন মুসলিম মহিলারা বলছিলেন, “আমরা তো ভোট দিই। আমরা ৫০০ টাকা পাচ্ছি,  তফসিলি জাতি ও তফশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা  ১০০০ টাকা পাচ্ছে।

শশী পাঁজা বলেন, “উনি অন্য কোনও দলের থেকে রাজনৈতিক ব্যাখ্যা শুনে থাকতে পারেন। এটা রাজনীতির ঊর্ধে উঠে নির্দিষ্ট মাপকাঠি অনুসারে সকলকে দেওয়া হচ্ছে।” শশী পাঁজার জবাব শেষ হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে উদ্দেশ করে বলেন, “অমর্ত্য সেনের রিপোর্টের  বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লিখিত রিপোর্টটি   টেবিলে জমা দেওয়ার কথাও তিনি বলেন।” মহিলাদের জন্য সরকারি সাহায্য প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে কোনো রাজনৈতিক রং লাগানো উচিত নয়, বলে বুঝিয়ে দেন  নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশি পাঁজা। বাংলায় আর্থ-সামাজিক বিকাশে মহিলাদের অনুদান হোক বা সাহায্য সবই সংবিধান মেনে আর্থিক মাপকাঠিতে যে বিচার করার ট্রাডিশন আছে সেই বার্তাও দেন তিনি।

Related Articles