শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ রাজ্যপালের, হাস্যকর বলে কটাক্ষ ব্রাত্যর
Recommend removal of Education Minister Bratya Bose from the state cabinet

The Truth of Bengal : সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরো বিষয়টিকে ‘হাস্যকর’ বলে কটাক্ষও করেছেন শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার সকালে রাজভবনের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্ট করে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী বসুর জন্য। কিন্তু পরে অবশ্য দেখা যায় রাজভবনের দু’টি পোস্ট মুছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ওই পোস্টগুলি কি আছে? সেগুলি মুছে দেওয়া হয়েছে।’’ তার ঘণ্টা দুয়েকের মধ্যেই দেখা যায়, রাজভবন নবান্নের কাছে সুপারিশ পাঠিয়েছে ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাজ্যপালের অভিযোগ শিক্ষা মন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনকেও চিঠি পাঠানো হয়েছে।
— Bratya Basu (@basu_bratya) April 4, 2024