রাজনীতিরাজ্যের খবর

“কুম্ভকর্ণ ছয় মাস ঘুমোতেন, প্রসূন পৌনে পাঁচ বছর ঘুমান, তিনমাসের জন্য জেগে ওঠেন” প্রসূনকে নজিরবিহীন খোঁচা রথীনের

Rathin's unprecedented punch to Prasoon

The Truth of Bangla, দেবাশীষ গুছাইত, হাওড়া : রবিবার নতুন বছরের প্রথম দিনে প্রচারে বের হন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্ত্তী। রবিবার তিনি তারই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বালিটিকুরি এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে প্রচার শুরু করেন। প্রচারে জনসংযোগে বেরিয়ে হাওড়ার বিদায়ী সাংসদকে কুম্ভকর্ণ বলে কটাক্ষ করলেন গেরুয়া শিবিরের প্রার্থী রথীন। তিনি বলেন, ‘ আমরা ওনাকে প্রতিদ্বন্দ্বী বলেই ভাবি না।

নির্বাচনে মানুষই শেষ কথা বলে। আমরা প্রচারে বেরিয়ে উপলব্ধি করতে পারছি, মানুষ প্রধানমন্ত্রীর কাজকে অন্তরে উপলব্ধি করতে পেরেছেন উনি কুম্ভকর্ণের মতো পৌনে পাঁচ বছর ঘুমান, আর তিনমাসের জন্য পোস্টার, ব্যানার-দেওয়ালে জেগে ওঠেন। ওনার ১৫ বছরে কেউ চাকরি পায় নি। কোনো বন্ধ হয়ে যাওয়া শিল্পের পুনরুদ্ধার হয়নি। হাওড়া জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে। হাওড়ার স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষেরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চেনেই না।’
রথীন আরও দাবি করেন, ‘ প্রধানমন্ত্রী হাওড়ার জন্য ভেবেছেন বলেই মেট্রো রেলের কাজ নির্ধারিত সময়ের আগে সম্পুর্ন হয়েছে। এর আগে হাওড়াতে নবান্ন হলেও প্রদীপের তলাতে অন্ধকার হয়েই ছিল। ভাঙা রাস্তা, জলে উপচে পড়া নিকাশির ড্রেন সব মিলিয়ে হাওড়া জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে।’

ফের প্রসূনকে খোঁচা দিয়ে রথীন দাবি করেন, ‘ কুম্ভকর্ণ তাও ছয় মাস ঘুমোতেন, উনি পৌনে পাঁচ বছর ঘুমিয়ে আবার জেগে ওঠেন। নানা ফন্দি করে জিতে আবার ঘুমিয়ে পড়েন। কেউ তার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও পারে না। সাধারণ মানুষ থেকে ওর দলের কর্মীরাও ওনাকে যোগাযোগ করে পান না। ওনার কোনো সহজলভ্যতা নেই।’
সবশেষে রথীন বলেন, ‘পুরস্কার পাওয়ার সঙ্গে ব্যবস্থাপনা সামলানোর কোনো যোগাযোগ নেই। উনি অর্জুন পেয়েছেন আমি চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ সম্মান ধন্বন্তরী পেয়েছি। কিন্তু এটা দিয়ে যোগ্যতা প্রমান হয় না। আসল কথা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করছেন কিনা সেটাই মূল কথা। আর এখানেই তিনি তা করেন নি।’
রবিবার টোটোয় চেপে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন রথীন, পাশাপাশি সকলের হাতে লাড্ডু দিয়ে বছরের প্রথম দিনে সকলকে নববর্ষের শুভ কামনা জানান।

Related Articles