কলকাতারাজনীতি

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠে অংশ নেবেন প্রধানমন্ত্রী! আসছেন না রাষ্ট্রপতি

Gita Reading Ceremony

The Truth of Bengal: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করছে। সূত্রের খবর, বৃহত্তর এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন।

অন্যদিকে, এই অনুষ্ঠানে অংশ নেবেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তবে সূত্র মারফত জানা গিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তিনি এই অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না তিনি।

গীতাপাঠের অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্ব, আরএসএসের সংগঠক ও সাধু সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার করা হবে বলে আয়োজকরা জানান।

Free Access

 

Related Articles