আবারও কেন্দ্রের কাছে পুরস্কৃত বাংলা! ১১টি জেলা পেল ‘ভূমি সম্মান’ পুরস্কার
President Award for Bengal

The Truth of Bengal: গণতন্ত্রে বিরোধীদের প্রকৃত ভূমিকা কী, তা দেখা যায় না এই রাজ্যের বিরোধী দল বিজেপিকে দেখে। তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতিগ্রস্ত, কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করা হচ্ছে। তৃণমূলের সবাই চোর, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, অবিলম্বে রাজ্যে ৩৫৫ কার্যকর করা দরকার প্রায় রোজ এই কথাগুলি শোনা বঙ্গ বিজেপি নেতাদের মুখে। রাজ্যের বিরোধী দল বিজেপির এটাই এখন ভূমিকা। সকাল থেকে রাত বিজেপি নেতারা নিজেদের ব্যস্ত রাখেন রাজ্যকে নিন্দা করতে। বঙ্গ বিজেপির যখন এই ভূমিকা তখন রাজ্যকে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি।
প্রত্যেক জেলায় ভূমি সংক্রান্ত কাজ এখন অনেক আধুনিক হয়েছে। জমির রেকর্ড–সহ আরও অনেক কাজ ডিজিটাইজেশন করা হয়েছে। জটিল এই কাজ ডিজিটাইজ করায় আগের থেকে স্বচ্ছতা এসেছে। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়ার তালিকায় আছে হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া–সহ রাজ্যের মোট ১১টি জেলা। জেলাগুলিতে ১০০ শতাংশ ডিজিটাইজেশনের কাজ হয়ে গিয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ জেলাগুলিকে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে রাষ্ট্রপতির কাছ থেকে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আবার কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং আইটি দফতর ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কারের ‘পাবলিক প্ল্যাটফর্ম’ বিভাগে প্ল্যাটিনাম পুরষ্কার দিয়েছে বাংলাকে।
এছাড়া কেন্দ্রের কাছ থেকে আরও অনেক পুরস্কার পেয়েছে পশ্চিমবাংলা। ভাল কাজের স্বীকৃতি হিসেবে রাজ্য যখন এত পুরস্কার পাচ্ছে, তখন একশো দিনের কাজ থেকে আবাস যোজনা, সড়ক সহ থেকে একাধিক প্রকল্পে রাজ্যের বিপুল টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। সেই টাকা মেটানোর দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও বকেয়া টাকা মেটানো হচ্ছে না। রাজ্য যাতে সেই টাকা পায় তারজন্য কেন্দ্রের কাছে দরবার করেছেন রাজ্যের বিজেপি নেতারা। এমন অসহযোগিতার আবহে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেল বাংলা।