রাজনীতি

বর্ধমানের বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার, কোন্দল প্রকাশ্যে

Posters against BJP leaders in Burdwan, controversy in open

The Truth of Bengal: বর্ধমান শহরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায়। বর্ধমান শহরের কার্জন গেটের কাছে কয়েকটি জায়গায় পোস্টার দেখা যায়। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই পোস্টার মেরেছে তা প্রকাশ্যে আসেনি। বহুদিন ধরে এই শহরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব চলছে বলে দাবি বিজেপির একাংশের।

দলের সাংসদকে কাছে পাওয়া যায় না বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই পোস্টার নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। এক্স হ্যান্ডেলে এই পোস্টারের ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল। সেই সঙ্গে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। যে পোস্টার শহরে বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে সেখানে বিজেপির জেলা সভাপতি এবং সাংসদের ছবি দিয়ে নানা আপত্তিকর কথা লেখা আছে।

বর্তমান এবং প্রাক্তন কয়েকজন নেতার সম্পর্কেও অনেক কথা রয়েছে ওই পোস্টারে। তাদের কথা উল্লেখ করে লেখা হয়েছে বিজেপিকে নষ্ট করছে এরাই। ‘বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্যে নায়ক বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।’ যেসব নেতাদের জনসংযোগ নেই তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না বলে কটাক্ষ করা হয়েছে। অবশ্য বিজেপির দাবি এই পোষ্টারের পিছনে ষড়যন্ত্র রয়েছে।

Related Articles