বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বিরুদ্ধে পোষ্টার,’রাজনৈতিক ষড়যন্ত্র’ বলছে বিজেপি
Poster against BJP MP Locket Chatterjee

The Truth of Bengal: শ্রীরামপুর লোকসভার অন্তর্গত চাপদানী বিধানসভা এলাকায় শেওড়াফুলি, বৈদ্যবাটিতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বিরুদ্ধে এবার পড়ল পোষ্টার। গতকাল রাতে চাপদানি বিধানসভার বিভিন্ন এলাকায় দেখা গেল এই ধরনের পোস্টার দেখতে পাওয়া যায়। যাতে লেখা শ্রীরামপুর লোকসভা আসনে ভূমি পুত্রকেই প্রার্থী করতে হবে। বহিরাগত লকেট চ্যাটার্জিকে প্রার্থী করা চলবে না।
পোস্টারের নিচে লেখা আমরা কংগ্রেস বা তৃণমূল নই, আমরা বিজেপি কর্মী। গোটা ঘটনায় হুগলির রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল। এই বিষয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন লকেট চ্যাটার্জি আমার কাছে বিধানসভা ভোটে হেরেছে। আর এইবার লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে দাঁড়ালে পাঁচ লাখ ভোটে হারবে। পশ্চিম বাংলায় ৪২ টি আসন তৃণমূল জিতবে। সব আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী।
লকেট চ্যাটার্জি কোথায় পালাবে, শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হারবে। বিজেপি কর্মীরাই লকেট কে হারিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে জিতিয়ে দেবে। যদিও এই বিষয় বিজেপির শ্রীরামপুর সংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন গোটা ঘটনাই আসলে তৃণমূলের রাজনৈতিক ষড়যন্ত্র। তবে এই পোস্টটার কাণ্ডের মধ্যে দিয়ে হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার প্রকাশ হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।