দেশরাজনীতি

ফের ‘ডিগবাজি’ নীতীশের,মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ

Nitish resigned as Chief Minister

The Truth of Bengal: ফের পাটনায় রাজনৈতিক পট পরিবর্তন। জল্পনাকে সত্যি করে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকাল ১১ টা নাগাদ বিহারের রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দিয়েছেন তিনি। রবিবার বিকেলেই ইন্ডিয়াতে যোগ দিতে পারেন এমনটা মনে করছেন ওয়াকিবহাল মহল। তারপরই ফির বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। বিগত বেশ কিছুদিন ধরেই এই জল্পনা চলছিল। যে জেডিইউ নেতা নীতীশ কুমার ‘INDIA’ ছেড়ে ‘NDA’ তে যোগ দেবেন তিনি। বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়বেন। সেই জল্পনা তেই রীতিমতো সিলমোহর পড়ল রবিবার। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। আজ আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন।

বিস্তারিত আসছে………

Related Articles