গর্জনই সার, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না নওশাদ, ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না ISF
Naushad is not standing against Abhishek

The Truth of Bengal: হুঙ্কার দিয়েছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি নিজে দাঁড়াবেন বলে। সেই নওশাদ সিদ্দিকী নিজে তো প্রার্থী হচ্ছেন না, ডায়মন্ড হারবার কেন্দ্রে তাঁর দলের কোনও প্রার্থী তিনি দাঁড় করাচ্ছেন না। এখনও পর্যন্ত মোট আটটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে নওশাদের দল। উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ। তবে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না আইএসএফ।
আসন সমঝোতা নিয়ে বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলেও আসন ভাগাভাগি করে ফেলেছে নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। রাজ্যে আটটি আসনে প্রার্থী দিতে চলেছে নওশাদের দল। বৃহস্পতিবার বামেদের সঙ্গে আলোচনার শেষে আইএসএফের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক জানিয়েছেন, আইএসএফ আটটি আসনে লড়তে চায়।
কিছুদিন আগে হুঙ্কার দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেছিলেন, তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়তে চান ডায়মন্ড হারবারে। শুধু তাই নয়, তিনি আত্মবিশ্বাসের জানিয়েছিলেন বিপুল ভোটে জিতবেন বলে। প্রমাণ হল নওশাদের গর্জনই সার। তিনি নিজের তো ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না, উল্টে তাঁর দল ডায়মন্ড হারবারে কোনও প্রার্থী দাঁড় করাচ্ছে না। রাজনৈতিক মহল মনে করছে, অভিষেকের বিরুদ্ধে দাঁড়ালে বিপুল ভোটে হেরে অপদস্থ হতে হতো নওশাদকে। সেটা বুঝতে পেরে তিনি সরে দাঁড়ালেন।