উত্তরবঙ্গে আজ মোদি বনাম মমতা , জমি ধরে রাখার লড়াই মোদির, পুনরুদ্ধারের লড়াই মমতার
Modi vs Mamata in North Bengal today, Modi's fight to retain land, Mamata's fight for restoration

আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার – এই তিন লোকসভা কেন্দ্রের নির্বাচন। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন। ২০১৯ এর লোকসভা নির্বাচনে সবকটি আসনে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থীরা। দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচটা বছর। বাংলার রাজনীতিতে এই পাঁচ বছরে তিস্তা-তোর্ষা দিয়ে বয়ে গেছে অনেক জল। রাজনীতিতেও এসেছে অনেক পরিবর্তন। সবকটি আসনই কী এবারও বিজেপির দখলে যাবে? নাকি জমি পুনরুদ্ধার করতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস।
ভোট ঘোষণার পর থেকেই সেই লড়াই চলছে হাড্ডাহাড্ডি। বিজেপির পক্ষে কখনো নরেন্দ্র মোদি কখনো অমিত শাহ জনসভা করছেন। আবার তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করছেন কখনো মমতা কখনো অভিষেক। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আজ আবারও উত্তরবঙ্গ দেখবে মোদি বনাম মমতার লড়াই। রায়গঞ্জে জনসভা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি প্রার্থীদের সমর্থনে গলা ফাটাবেন তিনি। জোরালো আওয়াজ তুলবেন আবারও মোদি সরকারের পক্ষে।
অন্যদিকে ময়নাগুড়িতে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই জনসভা শেষ করে শিলিগুড়িতে মিছিল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যে আহ্বান উত্তরবঙ্গের মানুষের কাছে বারংবার রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, “বিজেপিকে ভোট দিয়ে কি পেয়েছেন আপনারা? ” আবারও উত্তরবঙ্গের মানুষের কাছে সেই আহ্বান জানাতে চলেছেন তৃণমূল সুপ্রিমো । ২ যুযুধানের লড়াই। সেই লড়াইয়ে উত্তরবঙ্গে মাটি গমগম করবে মঙ্গলবার। একদিকে জমি ধরে রাখার লড়াইয়ে নরেন্দ্র মোদি, অন্যদিকে জমি পুনরুদ্ধারের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ হাসি কি আসবেন তা জানতে অপেক্ষা করতেই হবে ৪ জুনের দিকে।