রাজনীতি

বিজেপি সিপিএমের বিরুধে আন্দোলন, মমতার নেতৃত্বে দিল্লিতে গণ আন্দোলন

Mamata Banerjee

The Truth of Bengal: হাতে আর ৩মাস। তারপর ভোট ঘোষণা হতে পারে। লোকসভা নির্বাচনের জন্য দলীয় নেতা-কর্মীদের পুরোপুরি তৈরি থাকতে হবে। কোনরকম খামতি চলবে না। মানুষের কাছে গিয়ে  বিজেপির গেরুয়াকরণ ও সিপিএমের মিথ্যাচারের মুখোশ খুলে দিতে হবে। দলীয় কর্মীদের গাইডলাইন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধীদের আরও উচ্চকন্ঠে-আক্রমণ শানিয়ে সোচ্চার হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের বিশেষ অধিবেশনে  দুই শিবিরকে এক ইঞ্চি জমি না ছাড়ার ডাকও দেন তিনি। এখন তৃণমূল কংগ্রেস এক ব্যক্তি এক নীতি নিয়ে চলছে। সেই নীতিকে মান্যতা দিতে চায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করতে নতুন-পুরনোদের সমম্বয় গড়ার পাশাপাশি নতুন কেউ দলে আসতে চাইলে তাঁদের নেওয়ার জন্য সুব্রত বক্সিকে পরামর্শও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির এজেন্সিরাজ বা গাজোয়ারি রাজনীতির কাছে কোনওভাবেই মাথা নত করা যাবে না,কর্মীদের পরামর্শ নেত্রীর।তৃণমূলের একের পর এক মন্ত্রীকে জেলে ভরে যে তৃণমূলকে রোখা যাবে না,বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি না ছাড়ার অঙ্গীকার নেওয়ার ডাকও দেন তিনি। বাম আমলে সিপিএমের লালা সন্ত্রাসকে তৃণমূল ভয় পায়নি,আগামীদিনে বিজেপির প্রতিহিংসার স্পর্ধার কাছেও তৃণমূল মাথানত করবে না।ভবিষ্যত ভারত গড়ার ডাক দিয়ে ইন্ডিয়া জোটের কাণ্ডারীর সুর চড়ল সপ্তমে।মমতার সাফকথা, ১০০ দিনের টাকা দাও নয় বাংলা তথা দেশ  থেকে বিদায় নাও।বিজেপি –সিপিএমের বিরুদ্ধে ঠাসা কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

বিজেপি সিপিএমের অপবাদের রাজনীতির মুখোশ খুলে দিতে সংগ্রামই যে হাতিয়ার তাও স্পষ্ট করেন তৃণমূল নেত্রী।শিক্ষা থেকে খেলা সর্বত্র বিজেপি গেরুয়াকরণ করেছে।ভারত-অষ্ট্রেলিয়া ম্যাচ নিয়েও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গেরুয়ার ঝলক দেখা যায়। জার্সিতেও গেরুয়ার ছোঁয়া লাগে।তাই সর্বগ্রাসী বিজেপির এই ইতিহাস থেকে শিক্ষা,সর্বত্র রাজনীতির রং বদলের খেলার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যে করতে হবে চব্বিশের আগে সেই সুরও বাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের মন্ত্রীদের জেলে ভরলেও ৩মাস পর দিল্লিতে বদল হবে।তাঁর প্রশ্ন,তৃণমূলের  ৪জন নেতাও মন্ত্রী জেলে ভরার পর আগামীতে কী হবে ? তাই ইন্ডিয়ার নাম নিয়ে ইর্ষান্বিত বিজেপিকে আর একটুও সময় না দিয়ে দেশ বাঁচানোর চূড়ান্ত লড়াইতে নামার পথ ধরার আহ্বান জানান তিনি।

Related Articles