কলকাতারাজনীতি

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদ মমতার‘, এজেন্সিরাজে’র বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী

Mamata protests Kejriwal's arrest

The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, এটি গণতন্ত্রের ওপর নির্লজ্জ আঘাত।তিনি স্পষ্ট উল্লেখ করেছেন,বিরোধী শাসিত রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে।

যেখানে বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতা ও মন্ত্রীরা দিব্যি ক্ষমতায় রয়েছে,তাঁরা সমস্ত সুবিধা ভোগ করছে,সেখানে বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অকারণে হেনস্থা করা হচ্ছে। এই ঘটনার নিন্দা করেছেন বিজেপি বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো।এবিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ইন্ডিয়া জোটের শরিকরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে।

কিভাবে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরেও ভোটের আগে বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল,তাই নিয়ে কমিশনের নজরে আনতে চায় বিরোধী শিবির। এর আগে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মতোই তৃণমূল কংগ্রেস,আম আদমি পার্টি কেজরির গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হয়।এখন ঐক্যবদ্ধ বিরোধীরা ভোটের আগে অরবিন্দের গ্রেফতারিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ধার বাড়াতে তত্পর। এমনকি কেজরিওয়ালের স্ত্রীর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী।

Related Articles