কলকাতারাজনীতিরাজ্যের খবর

মহরম নিয়ে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা

Mamata Banerjee

The Truth of Bengal: মণিপুর ইস্যুতে উত্তাল গোটা দেশ। সংসদে সরকারপক্ষকে আক্রমণ শানাতে মরিয়া বিরোধী জোট শিবির। অন্যদিকে, বাংলার কিছু ঘটনাকে নিয়ে ময়দান সরগরম করতে মাঠে নেমে পড়েছে বাংলার প্রধান বিরোধীদল। আশঙ্কা থাকছে, রাজ্যে অশান্তি তৈরি হতে পারে। আর সেই ঘটনাকেই অজুহাত করে, সরকারকে আক্রমণ শানাতে পারে বিরোধীরা। তাই মন্ত্রিসভার বৈঠকে আগাম সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন, কোনও দল বা ঘটনার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। যদিও সামনেই মহরমের উৎসব।

এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। এদিন মন্ত্রিসভায় মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন জেলার প্রতিনিধি হিসেবে নেতারাও হাজির হন। মন্ত্রীদের পাশাপাশি তাঁদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্রের খবর, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে পারে। ফেক ভিডিও ছড়িয়ে উসকানি দেওয়ার আশঙ্কা থাকছে। ফলে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। প্রসঙ্গত, মালদহের কালিয়াচকে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে সরগরম হয়েছিল রাজ্য-রাজনীতি।

এমনকী নাবালিকার মৃতদেহ যে অমানবিকভাবে পুলিশ কনস্টেবলরা টেনে নিয়ে যাচ্ছিলেন, তা ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। সম্প্রতি আবার মালদহের পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে চোর সন্দেহে বেধড়ক মারধরের চিত্র ভাইরাল হয়। যদিও পুলিশ ঘটনার পরেই কড়া পদক্ষেপ করে। রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য এই ঘটনাকে মণিপুরের সঙ্গে তুলনা টেনে বাজার গরম করতে শুরু করে। তাই আগামী দিনে এমন কোনও ঘটনা নিয়ে যাতে রাজ্য বিজেপি রাজনীতি করতে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি এদিনের বৈঠকে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে, প্রায় আড়াই হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড

 

Related Articles