
The Truth of Bengal: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা থেকে বহিষ্কারকে নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন, “মহুয়াকে লোকসভা থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। তবে এর ফলে ভোটে মহুয়ারই আরও ভালো সুবিধা হবে”। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এথিক্স কমিটির সুপারিশের নথির যে অংশ আমার কাছে এসেছে তাতে এথিকস কমিটির চেয়ারম্যান লিখেছেন, এঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে পদক্ষেপ নেওয়া হোক। আমার প্রশ্ন, যদি মহুয়ার বিরুদ্ধে কিছু না থাকে তাহলে আপনি কীভাবে সাংসদপদ খারিজের সুপারিশ করতে পারেন”?
তিনি বলেন, আমার মনে হয়, নিজের লড়াই নিজেই লড়ে নেওয়ার ক্ষমতা মহুয়া মৈত্রের রয়েছে। আমাকেও গত চার বছর ধরে ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন মামলায় জুড়ে দেওয়া হয়েছে। এটা এদের কাজের পদ্ধতি। এসব প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বিজেপির। পাশাপাশি জি ২০ সহ বেশ কিছু মেগা ইভেন্টে ‘ভারত’ নাম ব্যবহারে কেন্দ্রের বিজেপি সরকারের জোর দেওয়াকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা জোটের নাম দিলাম ইন্ডিয়া, অমনি দেশের নাম ভারত হয়ে গেল। সংবিধান কী করে পরিবর্তন করবেন মোদিবাবু?
আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আরও বলেন, কলকাতা মেট্রো রেলের জন্য রেলমন্ত্রী থাকাকালীন ২ লক্ষ কোটি টাকার প্রকল্প করেছিলাম। দিল্লির মেট্রো রেল আমি তৈরি করে দিয়েছিলাম। আমরা করব আর তোমরা সব গেরুয়া করবে, তা হবে না। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে লোকসভা নির্বাচনের প্রাক্কালে পথে নামার কর্মসূচিও জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, আসন্ন বিধানসভা অধিবেশনে আ্ম্বেদকরের মূর্তির সামনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ঘণ্টা করে ধর্না দিন। আপনারা ২ ও ৩ ডিসেম্বর বুথে বুথে মিছিল কর্মসূচি করুন।
পাশাপাশি গেরুয়া শিবিরকে কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, আজ ইডি-সিবিআই দিয়ে বিরোধীদের সঙ্গে যা করা হচ্ছে, আগামীদিন এই অফিসাররাই তোমাদের ধরবে। তখন কোথায় যাবে সেলে না কোলে? আমি মনে করি না বালু, পার্থ, মানিক, চোর। আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনের নামের লিস্ট আমার কাছে আছে ওদের ৮ জনকে গ্রেফতার করব! তিনি আরও বলেন, আর তিন মাস বাকি তারপর কোথায় যাবেন জনগণ আপনাদের ছুড়ে ফেলে দেবে দিল্লির গদি থেকে।
Free Access