রাজনীতি

রাজবংশীদের নিয়ে নোংরা খেলায় মেতেছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee

The Truth of Bengal: উত্তরবঙ্গের রাজবংশীদের নিয়ে নতুন খেলায় মেতেছে বিজেপি নেতৃত্ব। এমন অভিযোগ বারবারই তুলে এসেছে তৃণমূলনেতৃত্ব। এবার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস পালন অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছিলেন, তাঁর একটা পা যদি মতুয়া সম্প্রদায় হয়, তাহলে আরও একটি পা হল রাজবংশী সম্প্রদ্রায়।

পাশাপাশি তিনি বলেছিলেন, প্রতিটি ধর্ম, জাতি তাঁর কতটা আপন, তুলনা টেনেছিলেন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে। বোঝাতে চেয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই কতটা গুরুত্বপূর্ণ রাজ্যের পক্ষে, তাঁর কাছে। আর তার এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে, তীব্র রাজনৈতিক তর্জা। বিজেপি নেতৃত্ব নেমে পড়েছে মুখ্যমন্ত্রী আক্রমণ করতে।  এক্সে তারই পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “রাজবংশী সম্প্রদায়কে কতটা সম্মান করি তা আমার উন্নয়নমূলক কাজেই স্পষ্ট। বিশ্বাসঘাতকরা আমার আমার শ্রদ্ধা, ভালবাসা, একতার অপব্যাখ্যা করে জনগণের মনে ঘৃণা ঢুকিয়ে দিচ্ছে। তৃণমূলনেত্রীর আরও দাবি,  আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিজেপি যে জাতিগত বিদ্বেষ ও বেভাদের রাজনীতি করে, এই সব বলে, তারা সেটাই প্রমাণ করছে। এদিকে তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে যেভাবে অপব্যাখ্যা করা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। অত্যন্ত নীচ মানসিকতার পরিচয় দিচ্ছে। বিজেপি নেতৃত্বের জানা উচিৎ মানব শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব রয়েছে। পা না থাকলে, যে একটা মানুষের পক্ষে পথ চলা কতটা কঠিন ওরা জানে  না, অনুভবও করে না। কারণ বিত্তশালীদের দল, প্রান্তিক মানুষদের দুঃখ, কষ্ট ওরা কী করে বুঝবে!

Related Articles