
The Truth of Bengal: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ পদ খারিজের প্রস্তাব এথিক্স কমিটির। তবে কমিটির সকল সদস্য এই রিপোর্টে সহমত পোষণ করেননি। মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাবে পড়ে ৬টি ভোট। প্রস্তাবের বিরোধিতা করেন ৪ জন। শুক্রবার এথিক্স কমিটির এই রিপোর্ট দুর্নীতিবিরোধী প্যানেল বা লোকপাল কমিটির কাছে পাঠানো হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। মহুয়ার ভাগ্যলিপি ঠিক করতে সেই সময় এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতে পারেন স্পিকার।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষে সুপারিশ করল সংসদের এথিক্স কমিটি। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা এবং লোকসভার পোর্টালের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের সত্যতা প্রমাণে আলোচনায় বসে সংসদের এথিক্স কমিটি। সেখানে হাজির ছিলেন মহুয়া মৈত্র। সব পক্ষের সঙ্গে কথা বলার পর এথিক্স কমিটি তৃণমূল সাংসদকে বহিষ্কারের সুপারিশ করল স্পিকার ওম বিড়লার কাছে। তবে মহুয়াকে বহিষ্কারের পক্ষে সায় দেননি কমিটির সব সদস্য। ভোটাভুটিতে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাবে পড়ে ৬টি ভোট। প্রস্তাবের বিরোধিতা করেন ৪ জন।
গত বৃহস্পতিবার ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করার অভিযোগ তুলে এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন মহুয়া। তারপর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে মহুয়া অভিযোগ করেন, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এদিনের বৈঠকে শুরুতেই এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। আলোচনার সময় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের বিরোধিতা করেন বিরোধী সাংসদরা। এরপর হয় ভোটাভুটি। মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বরখাস্তের পক্ষে ভোট দেন প্রণীত কাউর, হেমন্ত গডসে, সুমেদানন্দ, অপরাজিতা সারঙ্গী, রাজদীপ রাই এবং চেয়ারম্যান বিনোদ সোনকার।
আর বরখাস্তের বিরুদ্ধে ভোট দেন দানিশ আলি, টি নটরাজন, ভি বৈথিলিঙ্গম এবং গিরিধারী যাদব। ৬-৪ ফলাফলে মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ে। মহুয়াকে সংসদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও বক্তব্য, এতবড় বিষয়ে মহুয়া মৈত্রর আর একবার বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত ছিল। শুক্রবার এথিক্স কমিটির এই রিপোর্ট দুর্নীতিবিরোধী প্যানেল বা লোকপাল কমিটির কাছে পাঠানো হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সময় এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতে পারেন স্পিকার। তারপর মহুয়ার ভাগ্যলিপি ঠিক হবে।
Free Access