কাজল- অনুব্রত দন্দ্ব কি আদতেই নেই? প্রত্যেক মাসেই কোর কমিটির বৈঠক

Truth of Bengal: বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটিতে অন্তর্ভুক্ত হলেন অনুব্রত মণ্ডল। শনিবার বোলপুরে জেলা তৃণমূল কার্য্যালয়ে কোর কমিটির বৈঠক শেষে এমনই জানালেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। শনিবার তিনি বলেন, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তার সাথেই কোর কমিটির চেয়ারপার্সন হয়ে থাকবেন। এছাড়াও সকলকে একসাথে নিয়ে চলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকে প্রত্যেক মাসে কোর কমিটির বৈঠক করা হবে।
আগামী ১৫ই ডিসেম্বর রামপুরহাটে বৈঠক হবে, সেদিন সিদ্ধান্ত হবে তারপরে কোন তারিখে পরবর্তী বৈঠক হবে সিউড়িতে। অন্যদিকে কাজল শেখ জানান দলীয় অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন যা কার্যত স্পষ্ট করে দেন এদিন কাজল শেখ। তবে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে কোথাও কোন দ্বন্দ্ব নেই। এদিনের বৈঠক শেষে সকলের এমনই মন্তব্য লক্ষ্য করা যায়।
এখন ঐক্যবদ্ধ বীরভূমের তৃণমূল পরিবার বিরোধীদের রাজনৈতিক অভিসন্ধির মোকাবিলায় নামছে। ছাব্বিশের বিধানসভা ভোট এখন দেরি আছে। সময় থাকতে রাজনীতির রণকৌশল চূড়ান্ত করে বিরোধীদের জমি দুর্বল করার কৌশল নেওয়া হয়েছে। সংগঠনের লাগাম থাকছে কোর কমিটির হাতে।