কলকাতারাজনীতি

“আমাকে বাঁচতে দিন”! বিচারকের কাছে কাতর আর্জি বালুর

Jyotipriya Mallick

The Truth of Bengal: রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে বৃহস্পতিবার জেল হেফাজতের মেয়াদ শেষে ভার্চুয়ালি আদালতে পেশ করানো হয়। প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণেই এদিন আদলতে সশরীরে হাজির থাকতে পারেননি। এদিন ভার্চুয়ালি শুনানি শুরুতেই বিচারক জিজ্ঞেস করেন, “আপনার কি বসে থাকতে অসুবিধা হচ্ছে? আপনার অসুবিধা হলে সেলে চলে যান।“ জ্যোতিপ্রিয়র আর্তির সুরে বলেন, “আমাকে বাঁচতে দিন”।

এরপর বিচারক বলেন, মিস্টার মল্লিক আপনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, আপনি তো কোর্ট এবং জেলের এখতিয়ার জানেন ধরে নেওয়া যায়। অপরপ্রান্তে জ্যোতিপ্রিয় মল্লিক বিচারককে বলেন, “হাই কোর্টের বার কাউন্সিলের মেম্বার আমি। আমার ৩৫০ সুগার আছে বা হাত ও বা পায়ের দিকে অসুবিধা হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না।

২৬ অক্টোবর মধ্যরাতে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি হেফাজতে থাকাকালিন তিনি অসুস্থ হন। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও মাঝেমধ্যেই তিনি অসুস্থ হন। জেলে যাওয়ার সময়েও বলেছিলেন, তাঁর শরীরের বাঁদিকটা ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী। বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ব্যাপারে বালুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করছে জেল কর্তৃপক্ষ, যা আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Free Access

Related Articles