কলকাতারাজনীতি

‘INDIA নাম আমার দেওয়া’, জোট শরিক কংগ্রেস ও সিপিএমকে নিশানা মমতার

'INDIA Name Amar Dewa', alliance partners Congress and CPM target Mamata

The Truth of Bengal: বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তৃণমূল। সিপিএম ও কংগ্রেস ইন্ডিয়া জোটের নামে লড়লেও, ওরা আসলে বিজেপির সহযোগী। বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তৃণমূল—ফের একবার তা জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লড়াই হবে একা। অনেক আগেই যা স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগরের সভা থেকে আরও একবার তা স্পষ্ট করলেন তিনি। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে লোকসভা নির্বাচনের প্রথম প্রচারে শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী এদিন একযোগে ইন্ডিয়া জোটের শরিক বাম-কংগ্রেসকে আক্রমণ করেন। কৃষ্ণনগরের সভায় তিনি বলেন, ‘সিপিএম ও কংগ্রেস এখানে ইন্ডিয়া নামে লড়ছে। এখানে তো জোটই হয়নি। এখানে তো ঘোঁট হয়েছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়ে লড়ছে। আর একদিকে আমরা একা লড়ছি।‘ বাংলায় বিজেপির আসল বিরোধী যে তৃণমূল তা এদিন পরিষ্কার করে দেন মমতা। মমতার কথায়, ‘বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর একটা লেজুড় পার্টি হয়েছে, মুসলিম পার্টি। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।‘

বাংলায় ‘ইন্ডিয়া’ নেই। জোট হয়নি বলেও জানালেন মমতা। তাঁর দাবি, সিপিএম, কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া। ইন্ডিয়া জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘ইন্ডিয়া’ নাম আমারই দেওয়া। বাংলায় জোট হয়নি। ভোটের পর ওটা আমি দেখে নেব।’ ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে পুরোপুরি শেষ হয়ে যায়নি, সেটা এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

শারীরিক অসুস্থতা শেষে রবিবার থেকে অনুষ্ঠানিক ভাবে কৃষ্ণনগরের মহুয়া মৈত্রর সমর্থনে সভা করে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। কৃষ্ণনগরের ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে ভিড় উপচে পড়েছিল। মমতা কী বলেন তা শোনার জন্য আসেন হাজার হাজার মানুষ। প্রচারের প্রথমদিন বেশ চড়া সুরে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধায়। সেই সঙ্গে নিশানা করেন কংগ্রেস ও সিপিএমকে।

Related Articles