
The Truth of Bengal: একুশে জুলাই। উপলক্ষ্য শহিদ স্মরণ। সেই একুশের আর এক নাম আবেগ। সেই একুশের নাম উন্মাদনা। একুশে যেন মিলনমেলা। শহিদ সমাবেশ হলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে এই বিশেষ দিনটিতে কার্যত গণ হিস্টিরিয়ায় মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বাঁকুড়া থেকে বনগাঁ, কালিম্পং থেকে কাকদ্বীপ— সর্বত্র উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। পঞ্চায়েতে বিপুল জয়ের পর এই প্রথম দলের কর্মী-সমর্থকদের মুখোমুখি হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারের এই একুশে নিয়ে একটা বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে বাঁধভাঙা উচ্ছ্বাস। ধর্মতলায় জনস্রোতে মিশে আবেগ-উন্মাদনায় ভেসে যাওয়ার অপেক্ষায় তৃণমূল কর্মী-সমর্থকরা।
সালটা ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ড চালু করতে হবে। সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় যুব কংগ্রেসের তরফে। ২১ শে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শামিল হন যুব কংগ্রেস কর্মীরা। সেই জমায়েতে গুলি চালিয়েছিল পুলিশ। মৃত্যু হয়েছিল ১৩ জন আন্দোলনকারীর। সেদিন যারা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণ করা হয় প্রতিবছর। কংগ্রেস ছেড়ে তৃণমূল দল গঠন করলেও সেই শহিদদের কথা ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই শহিদ-তর্পণ ব্যাপ্তি আরও বেড়েছে।
গত কয়েকদিন তিলোত্তমায় চলছে মেঘ-রোদের লুকোচুরি। ২১-শে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিতে কি আর আবেগের বাধ মানে? না, মানে না। সেটা প্রমাণ করার জন্য ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছেন দূরের জেলার কর্মী-সমর্থকরা। শহরের বিভিন্ন কেন্দ্র থেকে ২১-এর সকালে তাঁরা মিছিল করে পৌঁছবেন ধর্মতলায়। মহানগরে মহাষ্টমী বা মহানবমীর রাতের জনস্রোত দেখা যাবে শুক্রবার সকাল থেকেই। ধর্মতলায় হাজির হওয়া কর্মীরা শুনবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। যে কথা শোনার জন্য এক বছরের প্রতীক্ষায় থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে একুশের সভায় হাজির হওয়া তৃণমূল কর্মীদের কাছে অনেকটা তীর্থে যাওয়ার মতো। কথাটি বাড়াবাড়ি মনে হলেও এই বিশেষ দিনটিতে তৃণমূল সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস সেই কথা প্রমাণ করে। যা দেখা গিয়েছে প্রতিবছর। এখন আবার সেই উন্মাদনা আরও বেড়েছে। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে তৃণমূল বিপুল সাফল্য পেয়েছে। শহিদ স্মরণের মঞ্চ থেকে সেই সাফল্য উদযাপন হবে। যা হবে কর্মীদের কাছে বাড়তি পাওনা। শহরের রাজপথে কাল নামতে চলেছে জনতরঙ্গ। যে স্রোতের নাম আবেগ। যে স্রোতের নাম উন্মাদনা।