রাজনীতি

অবশেষে বাংলার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা

Finally, the second phase of Bengal BJP's candidate list has been announced

The Truth of Bengal: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই এই তালিকায় লোকসভা প্রার্থী হিসাবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংহের। রয়েছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। অভিজিৎকে তমলুক থেকে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরেই। দ্বিতীয় দফার তালিকায় প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে তমলুকের প্রার্থী হিসাবেই। তবে এ বারও বাংলার ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না কেন্দ্রের শাসকদল বিজেপি। প্রথম দফায় বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফাতে ১৯টি আসনেরই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, এখনও বাংলার ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রামের প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি বিজেপি নেতৃত্ব। বাকি রয়ে গিয়েছে গতবারের ঘোষিত আসানসোলের প্রার্থী পবন সিংহের পরিবর্ত প্রার্থীর নাম ঘোষণাও।

  • ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম
  • প্রার্থী হিসাবে নাম রয়েছে তাপস রায় এবং অর্জুন সিংয়ের
  • কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি
  • ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে
  • কলকাতা দক্ষিণ কেন্দ্রে লড়বেন দেবশ্রী চৌধুরী
  • মেদিনীপুর থেকে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল
  • বর্ধমান দুর্গাপুর থেকে লড়বেন দিলীপ ঘোষ
  • দমদম লোকসভা বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত
  • বসিরহাট কেন্দ্রে প্রার্থী সন্দেশখালি রেখা পাত্র
  • বারাসাত থেকে বিজেপির টিকিট পেলেন স্বপন মজুমদার
  • শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবীর বসু
  • আরামবাগ থেকে লড়বেন অরূপকান্তি দিগার
  • জঙ্গিপুর আসনে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ

Related Articles