বহিষ্কার ‘অনৈতিক’ দাবি তুলে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র
Expelled tmc mp mahua moitra files case in the supreme court

The Truth of Bengal: এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার কড়া হয়েছে। তবে বহিষ্কারের আগে Mahua Maitraকে আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। সুবিচারের আশায় তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে আগেই জানিয়েছিলেন। সেই কথামতো দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করেছেন মহুয়া। এবার ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে।
লোকসভায় মহুয়ার বিরুদ্ধে ‘ঘুসের বিনিময়ে প্রশ্ন করা’-র অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার ভিত্তিতে বিষয়টি তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। সেই তদন্তের রিপোর্ট শুক্রবার লোকসভায় আনুষ্ঠানিক ভাবে পেশ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। কিন্তু রিপোর্ট প্রকাশের আগেই মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে ফাঁস হয়ে যায়। যা নিয়ে প্রশ্ন তোলেন মহুয়া। শুক্রবার লোকসভায় ধ্বনিভোটে খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ। মহুয়াকে বহিষ্কারের পর একযোগে বিরোধীরা তাঁর পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন। তাতে ‘ইন্ডিয়া’ জোটের সার্বিক ঐক্যবদ্ধ চেহারা সামনে আসে।
অনৈতিক ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে দাবি করে মহুয়া মৈত্র এর ‘শেষ’ দেখে ছাড়ার কথা বলেছিলেন। অবশেষে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদনে বিষয়টি বিস্তারিত লিখেছেন মহুয়া। এথিক্স কমিটির রিপোর্ট এবং তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে ‘সত্যের বিকৃতি’ বলে উল্লেখ করেছেন মহুয়া। নিশিকান্ত দুবে ও জয় দেহাদ্রাই-এর অভিযোগের বয়ান তুলে ধরে মহুয়া দেখাতে চেয়েছেন তাঁর বিরুদ্ধে অভিযোগে কতটা পরস্পর বিরোধিতা আছে।