রাজনীতিরাজ্যের খবর

প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী

Dum Dum Lok Sabha Constituency candidate Sujan Chakraborty in the campaign

The Truth of Bengal, মানস চৌধুরী,দমদম : ভোট শুধু সময়ের অপেক্ষা, তাই সমস্ত দলের প্রার্থীরা, একটুও সময় নষ্ট না করে দিন রাত্রি তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। রবিবার সকাল সকাল দমদম স্টেশনের সামনে থেকে সুবিশাল মিছিল বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয়। এবারে কংগ্রেস সিপিএমে যৌথ প্রার্থী সুজন চক্রবর্তী, তাই কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস সমর্থক প্রচারের সামিল হতে দেখা যায়। মিছিলে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনার একটাই কারণ এত জনজোয়ার সাম্প্রতিক সমস্ত মিছিলে যে দেখা যাচ্ছে ক্লান্তিহীন ভাবে যেভাবে মানুষ মিছিলে অংশগ্রহণ করছেন তাই তাদের দাবি দীর্ঘ দিন পর লাল দমদম আবার বাম দুর্গে পরিণত হবে।

Related Articles