রাজনীতি
Trending

“বাংলাদেশ পাঠাবো, চৌরাস্তায় কাপড় খুলবো ওদের” ফের বেলাগাম দিলীপ, নির্বাচনী প্রচারে তৃনমূলকে কড়া আক্রমণ

The Truth of Bengal : ভরা বাজারে তারস্বরে লাউডস্পিকার বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য ফের। বিজেপি কর্মীদের চরম নাচও দেখা গেল বাজারের ভেতরেই। এই আওয়াজে বেনাচিতি বাজারে চরম অস্বস্তিতে পড়ল সাধারণ মানুষজন। অনেকে কানে হাত রেখে নিরবেই সরে গেল। ব্যাপক যানজটেরও সৃষ্টি হল। তারপরেই তৃণমূল প্রশ্ন তোলে সভ্য আর অসভ্যের ভূমিকা নিয়ে। তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি। চলে যাক বাংলাদেশে। বাংলাদেশে পাঠাবো এটা জেনে রাখুন।মহিলাদের ওপর অত্যাচার করেছে ওরা। চার তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলবো ওদের।”

এবিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের সাফাই,”যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছে বিজেপির প্রার্থী তাঁতে অনেক দোকানদাররা তার কাছে অভিযোগও জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বদের প্রতিবাদ করার কথাও জানান। যিনি দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না।”

Related Articles