রাজনীতিরাজ্যের খবর

বিরল রাজনৈতিক সৌহার্দ্য! বোর্ড গঠনে নজির গড়ল কোচবিহারের গ্রাম পঞ্চায়েত

Panchayat Election 2023

The Truth of Bengal: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা, গণ্ডগোলের ছবি উঠে এসেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা কম হয়নি। দোষারোপ পাল্টা দোষারোপে সরগরম হয়ে উঠেছিল রাজ্যরাজনীতি। কিন্তু কোচবিহারের থানেশ্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে দেখা মিলল ভিন্ন চিত্রের।

এই গ্রামসভায় মোট ২৪টি আসন রয়েছে, তার মধ্যে, ৮ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি, একটি আসনে কংগ্রেস প্রার্থী এবং বাকি ১৫ আসন দখলে ছিল তৃণমূল কংগ্রেসের। ভোটের সময় কোচবিহারেও অশন্তির ছবি ফুটে উঠেছিল। কিন্তু মঙ্গলবারের ছবিটা ছিল ভিন্ন। তৃণমূলের বোর্ড গঠনের সময় বিজেপির ৮ জন বিজয়ী প্রার্থী ছিলেন ভিতরে।  পঞ্চায়েত সদস্য বিজেপির মিনতি বর্মন দাস বলেন, বোর্ড গঠনের ক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হয়নি।

পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূলের মাধবী রায় বর্মণ। তিনি জানিয়েছে, এলাকার উন্নয়নে তিনি কাজ করতে চান, তাই প্রত্যেকের আশির্বাদ প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বোর্ড যেই গঠন করুক না কেন, এলাকার, সার্বিক উন্নয়নে সবাই মিলে একজোট হয়ে কাজ করলেই ভালো। দলীয় দ্বন্দ্বের প্রভাব যেন উন্নয়নের ক্ষেত্রে না পড়ে।

Related Articles