
The Truth of Bengal: পটনায় প্রথম দফার বিরোধীদের বৈঠকে ছিল ১৫টি দল। আর বেঙ্গালুরুতে যোগ দিল ২৬টি বিজেপি বিরোধীদল। সূত্রের খবর, এদিনের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে, এমনকী কংগ্রেসের তরফে বার্তাও দেওয়া হয়েছে, আগামী সাধারণ নির্বাচনে তারা প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই।
বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘ক্ষমতায় আসা নিয়ে বা প্রধানমন্ত্রিত্বের পদ পাওয়া নিয়ে কংগ্রেসের কোনও আগ্রহ নেই। এই বৈঠকে আমাদের একমাত্র উদ্দেশ্য হল বিরোধী শক্তিগুলির হাত মজবুত করা। বর্তমানে বিরোধী দলগুলি যে দেশের ১১টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। পাশাপাশি এই বিজেপি বিরোধী জোটে ২৬টি দল যুক্ত হয়েছে। ফলে নরেন্দ্র মোদি যে ভয় পেতে শুরু করেছেন, তা স্পষ্ট। এমনটাই মত, মল্লিকার্জুন খাড়গের।
এদিনের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে ছিল রাজ্যস্তরে আসন বণ্টন নিয়েও। সেই প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন। এই বিষয়টির জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। তারাই সর্বদলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন। আর এই ১১ সদস্যের কমিটি বৈঠক করবে দিল্লিতে।