রাজনীতি

ডানকুনিতে বিজেপির বাইক র‍্যালি আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছয় জন গ্রেফতার

six people arrested

The Truth of Bengal: ডানকুনিতে গত ৭ ই জানুয়ারী বিজেপির বাইক র‍্যালি আটকাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশের কাজে বাধা দেওয়ায় ছয় জন বিজেপি কর্মিকে গ্রেফতার করা হয়েছে। গত ৭ ই জানুয়ারী ডানকুনিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির বাইক র‍্যালি আয়োজিত হয়। র‍্যালিটি ডানকুনি থানার সামনে পৌঁছলে পুলিশ তা আটকে দেয়।

র‍্যালির নেতৃত্বদানকারী সুকান্ত মজুমদারসহ কয়েকজন বিজেপি কর্মী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন।এছাড়াও, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। পুলিশের কাজে বাধা দেওয়ায় কয়েকজন বিজেপি কর্মিকে আটক করা হয়। আজ, বৃহস্পতিবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।

এ বিষয়ে বিজেপি নেতা দেবাশীষ মুখার্জি বলেন তৃণমূল সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে পুলিশকে ব্যবহার করছে। পাল্টা ডানকুনি শহর তৃণমূল সভাপতি প্রকাশ রাহা বলেন বিজেপির কোনো বিজেপির রাজনৈতিক কর্মসূচি নেই, তাই বিশৃংখলা করাই ওদের কাজ।

Related Articles