
The Truth of Bengal: তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। লাঠির ঘায়ে তাঁর পায়ে চোট লাগে। তৃণমূলের সমর্থকরা আবির খেলার সময় বাহিনী আগ্রাসী হয়ে ওঠে বলে দাবি আক্রান্ত বিধায়কের।
পঞ্চায়েত ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নানা জায়গায় বাড়াবাড়ির অভিযোগ ওঠে। নন্দীগ্রামও কোচবিহারে বাহিনীর সদস্যরা গাজোয়ারি করে বলে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। ভোটের দিনের মতোই গণনার দিনেও কিছু জায়গায় কেন্দ্রীয় রক্ষীরা বেপরোয়া আচরণ করে বলে অভিযোগ। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার ওপর লাঠি চালায়। লাঠির ঘায়ে পায়ে আঘাত লাগে তৃণমূল বিধায়ক তাপস সাহার। কেন বাহিনী অকারণে লাঠি চালাল তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। কেন গণনাকেন্দ্রের ২০০ মিটারের বাইরে তৃণমূলের ক্যাম্পে আধাসেনা আগ্রাসী ভূমিকা নেয় তা নিয়েও সরব হন তিনি।
মঙ্গলবার তেহট্ট হাই স্কুলে পঞ্চায়েত ভোটের গণনা চলছিল। অভিযোগ, তাপস তাঁর দলবল নিয়ে গণনাকেন্দ্রে পৌঁছন। সেখানে তৃণমূলের লোকেরা জমায়েত হয়। বেশ কয়েক জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী জয়ী হলে গণনা শেষ হওয়ার আগেই তাপসেরা কেন্দ্রের সামনে জমায়েত হন।তথনই এই বাহিনীর সদস্যরা মারমুখী হয়।উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয় বলে তিনি অভিযোগ করেন। বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখে। কিন্তু সেই বাহিনীই কিছু জায়গায় সংযম হারিয়ে লাঠি চার্জ করার বিতর্ক পিছু ছাড়ছে না।