
The Truth of Bengal: এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা। চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করা হয়েছে। সেই ওষুধে কেমন কাজ হচ্ছে টা জানতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা অপেক্ষা করবেন চিকিৎসকরা। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানো হবে।
রবিবার সকালেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে আসে সিপিএম শীর্ষ নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন বিমান বসু, ডাঃ সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী। বুদ্ধবাবুকে দেখে বাইরে বেরিয়ে ডাঃ সূর্যকান্ত মিশ্র জানান, শনিবার যে পরিস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছিল। তার থেকে এখন সামান্য হলেও অবস্থার উন্নতি হয়েছে। সুজন চক্রবর্তী ও বিমান বসুও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে বেরিয়ে জানান, সঙ্কট এখনও না কমলেও আগের দিনের থেকে শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বুদ্ধবাবুকে দেখতে এদিন হাসপাতালে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, চাইব দ্রুত সুস্থ হয়ে উনি বাড়ি ফিরুন।
চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশের মতো রয়েছে। শর্করার পরিমাণ ২২০ থেকে ২০০-এর মধ্যে ঘোরাফেরা করছে।পরিস্থিতি সঙ্কটজনক হলেও আশার আলো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডাকলে সাড়া দিচ্ছেন, তাঁর জ্ঞান রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ থাকলেও হৃদযন্ত্র সবল রয়েছে। যা এমন পরিস্থিতিতে অত্যন্ত আশার কথা বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। সবার প্রার্থনা সুস্থ হয়ে বাড়ি ফিরুন বুদ্ধবাবু।