
The Truth of Bengal: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। সোমবার দুপুরের পর তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয়। যদিও তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন হাসপাতালে ভর্তি করানো হয়, তখন তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। সেই পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
যদিও ফুসফুসে বড় কোনও সমস্যা রয়েছে কিনা জানতে সোমবার সকালেই তাঁর সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট বলছে, বড় কোনও সমস্যা নেই। সিটি স্ক্যানের রিপোর্ট মেলার পরেই, ভেন্টিলেশন থেকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছেন, রিপোর্ট ইতিবাচক আসায়, ভেন্টিলেশন থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও বাইপ্যাপ সাপোর্ট আপাতত চলবে। ফুসফুসের দুইদিকে সংক্রমণ থাকলেও, তা নিয়ন্ত্রণে। চিকিৎসকদের দাবি, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই সিওপিডির রোগী। ফলে শ্বাসকষ্টের সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি, তারও নেতিবাচক প্রভাব পড়েছিল ফুসফুসে। তবে বর্তমানে পুরোটাই পর্যবেক্ষণে রাখা হচ্ছে।