রাজনীতি

বিজেপির জয় ঐতিহাসিক ফলাফল হয়েছে, মন্তব্য সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar Comment on BJP wins

The Truth of Bengal: পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে বলেন, ঐতিহাসিক ফলাফল হয়েছে। দেশের মানুষ আরো একবার প্রমাণ করে দিলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমকক্ষ বা তাকে চ্যালেঞ্জ জানানোর মত কেউ নেই এই মুহূর্তে এবং বিরোধীদের যে অপপ্রচার নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত যেভাবে আক্রমণ সেই আক্রমণ যত বেশি হবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী নেতৃত্বে বেশি শক্তিশালী হয়ে ভারতবর্ষের রাজনীতিতে উঠে আসবে। এই তিন রাজ্যে বিধানসভা এত ভালো ফলাফল লোকসভায় কি এত ভালো ফলাফল হবে সেই প্রসঙ্গে বলেন, লোকসভাতে আরো ভালো ফল হবে। যদি আমরা সিটের পার্সেন্টেজে দেখি যে কটা সিট কংগ্রেস জিতেছে লোকসভাতে বিধানসভার নিরিখে তার থেকে বেশি সিট আমরা জিতব।……. মিশ্র ফলের কোন সম্ভাবনা নেই। গতবার আমাদের সরকার কোন কোন জায়গায় ছিল যেমন রাজস্থানে ছিল সেখানে স্লোগান উঠেছিল মোদী তুঝসে বের নেহি বসুন্ধরা তেরা খেয়ের নেহি। এবার একদম উল্টো আমাদের সরকার নেই নতুন সরকারে এলাম স্বাভাবিকভাবেই সরকার বিরোধী কোন মনোভাব নেই। ফলে নরেন্দ্র মোদী বিপুল আসন নিয়ে এগোবে।

এই রাজ্য লক্ষী ভান্ডারের সমালোচনা করলেও তিন রাজ্যে এইরকম প্রকল্পেই সাফল্য সেই প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভুল প্রচার করেন যে কন্যাশ্রী বা এই ধরনের প্রকল্প অন্য রাজ্যে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছে লক্ষী ভান্ডার তার অনেক আগে থেকে মধ্যপ্রদেশে লাডলি বেহেনা চলে এবং তার টাকার পরিমানও বেশি ১২০০ উপরে দেওয়া হয়। ছেড়ে দিন না শুধু এইডস রোগীদের কথা বলুন, এইডস রোগীরা পশ্চিমবঙ্গে যেখানে চার মাসে ১২০০ টাকা পাওয়ার কথা গত কয়েক মাস ধরে পাচ্ছে না। গুজরাট সরকার এইডস মাসে মাসে ১৫০০ টাকা দেয়। অন্যান্য রাজ্যে অনেক বেশি এ ধরনের প্রকল্প চলে আমি একটা উদাহরণ দিলাম মাত্র। হরিয়ানা বিজেপি সরকার ষাট বছর আপনার পাড় হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, বার্ধক্য ভাতা পায় ২৭০০ টাকারও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি এগিয়ে আছে অন্যান্য রাজ্যগুলো এরকম জনদরদী প্রকল্পে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে আমরাও এই প্রকল্প গুলো এগিয়ে নিয়ে যাব। জনদরদী প্রকল্প করবেন বলে শিল্পায়ন করবেন না তা তো নয় হরিয়ানাতে তো শিল্প হচ্ছে জনদরদী প্রকল্প চলছে। শহরের দিকে দিকে সিবিআই হানা প্রসঙ্গে বলেন, সেতো নতুন কিছু নয় তৃণমূল থাকবে আর সিবিআই থাকবে না তা কি করে হয়। আমি তো আগেই বলেছি তৃণমূল নেতাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিন, আপনার চোখ বেঁধে দেবো আপনি হাতে পাথর নিয়ে ঢিল মারবেন যার গায়ে পড়বে সেই ব্যাটাই চোর। কাজেই চোর ধরতে গেলে তো পুলিশ লাগবেই। রাজ্য পুলিশ কাজ করছে না তাই সিবিআই কাজ করছে।

রাজ্যের ফলাফল বঙ্গ বিজেপিতে কতটা অক্সিজেন যোগাবে সেই প্রসঙ্গে বলেন, বিপুল অক্সিজেন দিয়েছে ইতিমধ্যেই ২৯ তারিখ অমিত শাহজি প্রথম রোজ দিয়ে গেছে দ্বিতীয় ডোজ কালকে পেলাম আমরা, কোভিদের ডোজ কমপ্লিট। এবার বুস্টার ডোজ নিয়ে আমরা নেমে পড়বো ২৪ এর ফলাফলের জন্য দারুন ফলাফল হবে। গতকাল রাতের রাধিকাপুরে ট্রেন দুর্ঘটনা নিয়ে বলেন, দেখতে হবে কেন দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য রেলের আরো যত্নশীল হওয়া উচিত। তবে এখন দুর্ঘটনার শতাংশ অনেক কম তুলনামূলক ভাবে এর সঙ্গে এল এইচ বি কোচ কনভারশন চলছে, কনভারশন হয়ে গেলে দুর্ঘটনা ঘটলেও মৃত্যুর সংখ্যা অনেক কম হবে বা আহতের সংখ্যা কম হবে।গতকালের ফলাফলের ইন্ডিয়া জোটে পরস্পর বিরোধী মন্তব্য প্রসঙ্গে বলেন, ইন্ডিয়া জোটের না অতীত ছিল, না বর্তমান আছে, না ভবিষ্যৎ আছে, কিছু নেই। অতএব এই জোট নিয়ে মাতামাতি করে লাভ নেই, জোট না ঘোট। যাবে খাবে দাবে একটু আনন্দ ফুর্তি করবে, সব পার্টি গুলো তো পারিবারিক পার্টি, নিজের পরিবারের মুখ দেখতে দেখতে বোর হয়ে যায়, তখন একটু পার্টি ডাকে ওরকম তখন শরদ পাওয়ারের পরিবার ব্যানার্জি পরিবারের মুখ দেখে ব্যানার্জি পরিবার শরদ পাওয়ারের মুখ দেখে পিকনিক হয় মাঝেমধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর নিয়ে বলেন, যাক না কোন অসুবিধা নেই, ওনার গোটা ভারতবর্ষে যাওয়া উচিত। ভারতবর্ষে না গেলে তো কুপুগণ্ডক হয়ে থাকবেন। যে রকম থেকেছেন, ভারতবর্ষে গণতন্ত্র কেমন চলে দেখা উচিত তো একবার।

Related Articles