রাজনীতি

চিরাগের শর্তে কপালে ভাঁজ বিজেপির

BJP's forehead folded under Chirag's conditions

The Truth Of Bengal : বিহারের গত বিধানসভা নির্বাচনের পর থেকেই নীতীশ ও চিরাগের মধ্যে ঝামেলা চলছেই।চিরাগের দলকে সমর্থন করার জন্য বিজেপিকে দুষেছিলেন নীতীশ। ২০২২ সালে জোট থেকে বেরিয়েও আসেন তিনি। তাঁর অভিযোগ ছিল, চিরাগের দল অনেক আসনে আলাদা লড়ে জেডিইউ-র ভোট কেটেছে।

নীতীশ কুমারের প্রত্যাবর্তনে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এনডিএ জোটের এলজেপি দলের নেতা চিরাগ পাসোয়ান। নীতীশের সঙ্গে প্রয়াত মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগের পুরনো বিবাদ এবার কপালে ভাঁজ ফেলেছে বিজেপিরও। জানা যাচ্ছে, এলজেপি-র চিরাগ নাকি বিজেপি-কে নীতীশ নিয়ে কিছু শর্ত দিয়েছেন। বলে রেখেছেন, ২০২৪ -এর লোকসভা নির্বাচনে অন্তত কয়েকটি আসন ছাড়তে হবে নীতীশকে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে ১৭টি আসনে লড়েছিল বিজেপি। ১৭টিতে লড়েছিল নীতীশের দল।আর বাকি ছয় আসন ছিল এলজেপি-র দখলে। চিরাগ বিজেপিকে পরামর্শ দিয়েছেন, যদি তারা ১৭ আসনেই লড়ার সিদ্ধান্ত নেয় তবে নীতীশকে কিছু আসন ছাড়তে হবে। ২০১৯-এ বিজেপি ২২টি আসনে লড়তে চেয়েছিল, কিন্তু আসন সমঝোতার সময় নীতীশের দাবি মেনে পাঁচটি আসন ছাড়তে হয়েছিল। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, চিরাগ বিজেপিকে বলেছেন এ বার নীতীশ কুমারকে উদারতা দেখাতে হবে। এলজেপি বিজেপির সঙ্গেই রয়েছে। কমপক্ষে ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা। নীতীশ যদি বেঁকে বসেন তবে এলজেপি দল ২৩টি আসনে লড়ার জন্য প্রস্তুত।

Free Access

Related Articles