রাজনীতিরাজ্যের খবর

ভুয়ো অভিযোগ! নিজেদের অস্ত্রেই কুপোকাত বিজেপি

Bjp Fake Allegation of Panchla Issue

The Truth of Bengal: দুমাস ধরে রণক্ষেত্রে পরিস্থিতি মণিপুরে। আর তাতেই ঘৃতাহুতি দিয়েছে অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বাইরাল হওয়া একটি ভিডিও। প্রায় তিনশো থেকে চারশো উন্মত্ত জনতা দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে চলছে মারধর, শ্লীলতাহানি। ঘটনা প্রকাশ্যে আসতেই লজ্জিত হয়ে পড়ে গোটা দেশ।

এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদিও বিষয়টি জানার পর বলেন, ১৪০ কোটির দেশ এই ঘটনায় লজ্জিত। ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়, বঙ্গ বিজেপির নেতৃত্ব কি লজ্জিত? বোধ হয় না, কারণ, মণিপুরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরেই, তাঁরা এক অভিযুক্তকে ময়দানে খাড়া করলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন পাঁচলার মহিলা বিজেপি প্রার্থীকে নাকি বুথের মধ্যে বিবস্ত্র করে হেনস্থা করে তৃণমূলের কর্মী সমর্থকেরা।

এই বক্তব্য বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে হাউ হাউ করে কেঁদে ফেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বের এই মহানাটকে হয়তো সংলাপ ভুলে গেলেন আক্রান্ত মহিলা। তাঁর কথা ও অভিব্যক্তিতে উঠে এলো না এমন ভয়ানক ঘটনার কথা। বিজেপি নেতৃত্বের এই অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি রাজ্যসরকারকে আক্রমণ করতে গিয়ে ভোঁতা অস্ত্র ব্যবহার করছে। আবার সেই অস্ত্র বুমেরাং হয়ে তাদের কাছে ফিরছে। কারণটা স্পষ্ট সাধারণ মানুষ ওদের পাশে নেই।

 

Related Articles