নির্বাচন কমিশনকে ভোটার শিক্ষা ও প্রচারে সহায়তা করবে ব্যাঙ্ক এবং ডাকঘর
Banks and post offices will assist the Election Commission in voter education and outreach

The Truth Of BENGAL : সামনেই লোকসভা নির্বাচন। ৩ মার্চ রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই পরিস্থিতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ব্যাঙ্ক এবং ডাকঘরগুলি।নির্বাচন কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ভোটার শিক্ষা এবং প্রচারে কমিশনকে সাহায্য করবে ব্যাঙ্ক এবং ডাকঘরগুলি। সারা দেশে ১.৬ লক্ষ ব্যাঙ্কের শাখা, ২ লক্ষ এটিএম এবং ১.৫৫ লক্ষ ডাকঘরের সহায়তায় বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে কমিশনের বার্তা।
এই ধরণের উদ্যোগ নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার নেওয়া হয়েছে। সোমবার এই উদ্দেশ্যে জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই) ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ডাক বিভাগ (ডিওপি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশে নির্বাচনী সচেতনতা বাড়ানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ। নির্বাচন কমিশন সম্প্রতি স্কুল ও কলেজের শিক্ষাক্রমের সাথে নির্বাচনী সাক্ষরতা আনুষ্ঠানিকভাবে একীভূত করার জন্য শিক্ষা মন্ত্রকের সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন ডাক বিভাগের সচিব এস ভিনীত পান্ডে, প্রধান নির্বাহী, আইবিএ সুনীল মেহতা এবং অন্যান্য ডাক বিভাগ, আইবিএ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা।
Free Access