বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুব্রতকে
Anubrata was removed from the post of district president of Birbhum

The Truth Of Bengal : পশ্চিমবঙ্গের বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। এবার থেকে ‘সরকারিভাবে’ বীরভূম জেলার সংগঠন দেখবে নয় সদস্যের কোর কমিটি। জেলার তৃণমূল চেয়ারপার্সন পদে রইলেন আশিস বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন, এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ।
তবে জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডলের নাম না থাকা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। কোর কমিটির কোনো সদস্যের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে অনুব্রতর জেল থেকে বেরনোর আশা খুবই ক্ষীণ বলে মনে করছে অনেকে। সেই ‘ভবিষ্যদ্বাণী’ সঠিক হলে বীরভূমে এবার লোকসভা ভোটে অনুব্রতকে ছাড়াই লড়বে ঘাসফুল শিবির।
চব্বিশের যুদ্ধের কয়েক মাসে আগেই জেলার সভাপতি ও চেয়ারপার্সন পদে বিরাট রদবদল ঘটাল শীর্ষ নেতৃত্ব। জেলার নতুন পদাধিকারীদের নামের তালিকা সামনে আসতেই দেখা যায়, বীরভূমের জেলা সভাপতি পদে নাম নেই অনুব্রতর। বদলে লেখা হয়েছে কোর কমিটির নাম।
FREE ACCESS